Right to information

 



রাইট টু ইনফরমেশন

-------------------------------------------------

আমি এটুকু জানতে চাই,
কৃষ্ণ উপত্যকার জংঘায় শহীদ সূর্যাস্ত হলে
রাত্রির পাঁপড়ি সমেত মালাগুলি শহীদবেদীতে
কে পড়ায়?
আমি জানতে চাই কৃষ্ণচূড়া ঝাঁকিয়ে
রক্তাক্ত বুকের উপর
শহর অপেরেশনের দিনে
কে কৃষ্ণের হাত বুলিয়ে দেয়?
আমি এও জানতে চাই
শৃঙ্খলার করিডোর ছাড়িয়ে
রেখে আসা হাত-পা-রেটিনার স্তূপগাড়ি
ম্যানহোলের শাখায় শাখায়
কারা ঢেলে সীল করে যায়
আমি নির্বীজকরণ অবধি দেখে যেতে চাই
কবিতার গ্রাম দিয়ে কত পেষা যায়
শহুরে দুটি টেনিস বলের গোলরেখা
ছায়ার ইলিশভ্যাপ্স আর কবরের স্নাক্স
আমার নাম সন্দীপ, জমালয়ের দরজায়
দেখতে চাই কাটা মাথা কত দামে বিক্রি হয়।

সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২৪-১২-২০১৬

(চিত্রসূত্র: সালভাদোর দালি, "ডন, নূন, সানসেট এন্ড ডাস্ক")

Comments

Popular posts from this blog

Looking at the hat

Ludvik

Memory of Yangzi