আমি যেটুকু পারি

 আমি যেটুকু পারি কুড়িয়ে কাচিয়ে 
পেপারব্যাক এ আগুন জ্বালাই 
আজকের ছাই মেখে জ্বলে 
গত দশকের বিরহ বিদায়ে 
যে যায় রক্ত করবীর গন্ধ মেখে নিয়ে 
কত দূরে দাঁড়িয়ে আছে গাছ, মাইলস্টোন হয়ে
রাস্তার ধারে অগুনতি লাল গাছ 
ফুলগুলো ঝরিয়ে বোধিদ্রুম আজ 
ন্যাড়া মাথা, তবুও বাদিক চলে চলে 
নদীর বুকে রক্তাভ দ্রবণ হাওয়ার উড়ে এলে 
তারপর শুভ্র বকের চলন নদীর সমান্তরালে 
যতই না এগিয়ে যাক আকাশ যেখানে নীলে 
নীলকন্ঠ হয়ে ভাবছে 
কত সমীকরণ সমাধান হলে   
জীবনে সঞ্চারপথ ধূমকেতুর মতন পুড়ে ছাই হয়ে যাবে।


সন্দীপ চক্রবর্তী 
১০-৯-২০২০
শ্রীরামপুর      

  

Comments

Popular posts from this blog

Ludvik

Memory of Yangzi