কতদূরে কতঘুরে


 ১, 
কতদূরে কতঘুরে 
রাত কাবার ভবঘুরে 
মুখ সেলাই ভরদুপুরে 
খাটিয়া জুড়ে 
মহাকাশ আগুনে পুড়ে পুড়ে 
২. 
নির্বাপিত কলসী 
নির্বিকার তুলসী 
মঞ্চের প্রদীপ 
সেজেছে রক্ত টিপ্ 
ছাপ রাখা বেয়োনেট 
জীবনজুড়ে বধীর সনেট
৩, 
সমুদ্রে বালির স্তুপে 
উঁকি মারে জেলিফিশ রূপে 
তীরের কাছে এরেস্ট হয়ে 
সমুদ্র তটরেখা পেরিয়ে 
শালের বনে হেলান দিয়ে 
হারিয়ে ফেলেছে উন্মত্ত চুল 
ঢেউ যেভাবে হারায় গর্জনে দুকূল 
৪,
যেভাবে কবিতা ভাঙা পায় আসে
এই বিশাল জলধি পেরিয়ে বালি চুপসে 
আকাশে নীল তার কতটুকু অংশ পায় 
কত তারা খসে গেলো দূরবীনের গোড়ায় 
তুমি এখনো ভাব রাঙা পথের পায় 
গানের এককলি ছাপ ফেলে গেলো হায় 
আমিও এখনো ভাবি 
গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলা যায় ।
 

সন্দীপ চক্রবর্তী 

০৮/০৯/২০২০

Painting: Rene Magritte

Comments

Popular posts from this blog

Page of painter Du

In March?

অভিব্যক্তি