কবিতার ডিম
কবিতার ডিম
-------------------------- -------------------------- -------------
[১]
মহাকাশে ছুটে চলা আলো
চাঁদের কাছে ঘাড় ঘুরিয়ে এসে চুমু খেলো
ঘড়ির টিকটিক বোঝে সময়ের প্লবতা
বান আসে চোখের জোয়ারে
এত সরলরেখা গোধূলীর জালে আঁকা
তবু এত সুনীল বক্রতা রেখে যাও ঈগলের সঞ্চারপথে।
[২]
আমরা সবাই পথভ্রষ্ট আপেলের বীজ
তাই হাত ছেড়ে যেতে গিয়েও
পিছন ফিরে ছায়ার চলন ও গমন দেখি
চোখের কোনায় জানি,
জলের মতো একসময় বিন্দুর মত ভাস্কর হয়ে যাবে।
[৩]
লোহার বলের মত গড়িয়ে দেওয়া ট্রাম
স্নায়ু কামড়ে ঠোঁটে ঠোঁট ঘষে চলে
তুমি রাগ করে ঘন্টা বাজিয়ে নামনি
এই অপারগ স্নায়ুপথে আপনমনে হাটছিলে
কোনার সীটে বসে তখন আমার রিগর মর্টিস হলো।
[৪]
তুমি বক্ষপিঞ্জর থেকে গেছো সরে
হয়তো কোনো ফড়িঙের নীলডাঙ্গা অন্তরে
আমিও রাতপাখীর কোটরের বাইরে
পরিভ্রমণরত খালাসিটোলার খুঁজে হাঁতড়ে হাঁতড়ে
আকাশকে টেবিলে শুইয়ে ফোরসেপ করি নোঙ্গরে নোঙ্গরে।
সন্দীপ চক্ৰৱৰ্তী
শ্রীরামপুর
২৬-৯-২০১৬
(চিত্রসূত্র: লেসন, ওয়াসিলি ক্যানডিনস্কি)
--------------------------
[১]
মহাকাশে ছুটে চলা আলো
চাঁদের কাছে ঘাড় ঘুরিয়ে এসে চুমু খেলো
ঘড়ির টিকটিক বোঝে সময়ের প্লবতা
বান আসে চোখের জোয়ারে
এত সরলরেখা গোধূলীর জালে আঁকা
তবু এত সুনীল বক্রতা রেখে যাও ঈগলের সঞ্চারপথে।
[২]
আমরা সবাই পথভ্রষ্ট আপেলের বীজ
তাই হাত ছেড়ে যেতে গিয়েও
পিছন ফিরে ছায়ার চলন ও গমন দেখি
চোখের কোনায় জানি,
জলের মতো একসময় বিন্দুর মত ভাস্কর হয়ে যাবে।
[৩]
লোহার বলের মত গড়িয়ে দেওয়া ট্রাম
স্নায়ু কামড়ে ঠোঁটে ঠোঁট ঘষে চলে
তুমি রাগ করে ঘন্টা বাজিয়ে নামনি
এই অপারগ স্নায়ুপথে আপনমনে হাটছিলে
কোনার সীটে বসে তখন আমার রিগর মর্টিস হলো।
[৪]
তুমি বক্ষপিঞ্জর থেকে গেছো সরে
হয়তো কোনো ফড়িঙের নীলডাঙ্গা অন্তরে
আমিও রাতপাখীর কোটরের বাইরে
পরিভ্রমণরত খালাসিটোলার খুঁজে হাঁতড়ে হাঁতড়ে
আকাশকে টেবিলে শুইয়ে ফোরসেপ করি নোঙ্গরে নোঙ্গরে।
সন্দীপ চক্ৰৱৰ্তী
শ্রীরামপুর
২৬-৯-২০১৬
(চিত্রসূত্র: লেসন, ওয়াসিলি ক্যানডিনস্কি)
Comments