নৈশঅভিযানের পিঁচুটি
নৈশঅভিযানের পিঁচুটি চোখ থেকে মুছে ফেলি
অকাতরে লিখে রাখা প্লাস্টিক কবিতা!
আপাদমস্তক প্লাস্টারে ঢাকা কাকস্য পরিবেদনায়ও কবি
যে কুকুর রাতে চিল্লায়, যে মানুষ স্বপ্ন দেখে পায়চারি করে
তাদের কাটা জিভগুলি ঝোলানো আছে সীমান্তের কাঁটাতারে
তাই আমি বলতে পারিনা ঝরা পালক বরফের টুকরো কিনা
আমি বুঝতে পারিনা কুকুর দুধের স্বাদ মদে পেয়ে -
উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ অবধি লেজ নেড়ে যায় কিনা
আমি বিশ্বাস করি " রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে " এলো
পেট্রোলিয়ামজাত ধবল বক, বুকে কয়েদির ব্যাজ পরে, আকাশে জেলী ছড়িয়ে
আমি ভাবি প্লাস্টিক সার্জারি করা সভ্যতার চামড়া ছাড়ানো হবে কী করে
আমি ভাবি দেখি মহাকাশ থেকে সুতোয় ঝুলছে প্লাস্টিক নভোচারী
আমি ভাবি ঠাকুরঘরে বর্জ্য প্লাস্টিক পোঁড়া ধুনো জ্বলছে নিশিদিন ভরসা রেখে।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর,
০৫-০১-২০১৭
(চিত্রসূত্র: সালভাদোর দালি)
Comments