অভিব্যক্তি
অভিব্যক্তি
-------------------------- ------------------
গামছার মতন কাচা শরীর নিংড়ে
দড়িতে টানটান ঝুলে আছে
আমাদের চুমুর আতশবাজি
যা ট্রেনের সাথে সমান্তরাল গতিপথে
ছুটতো, আজ এক জাহাজের ভুলে
ছিদ্রপথগুলি দিয়ে গভীরে ডুবেছে।
মনে হয়, সমুদ্রতটে শুধু গর্জন বিক্ষিপ্তহারে
ওঠানামা করছে। সিক্ত ঠোঁটের বিলীন শান্তির
জীবন মাইলব্যাপী সিলিকা সম্বল করে
গার্হস্থ্য মেঝের মতো ধুয়েমুছে সাফ করে যাচ্ছে
নিত্যদিন।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
০২-১০-২০১৬
(চিত্রসূত্র: সালভাদোর দালি)
--------------------------
গামছার মতন কাচা শরীর নিংড়ে
দড়িতে টানটান ঝুলে আছে
আমাদের চুমুর আতশবাজি
যা ট্রেনের সাথে সমান্তরাল গতিপথে
ছুটতো, আজ এক জাহাজের ভুলে
ছিদ্রপথগুলি দিয়ে গভীরে ডুবেছে।
মনে হয়, সমুদ্রতটে শুধু গর্জন বিক্ষিপ্তহারে
ওঠানামা করছে। সিক্ত ঠোঁটের বিলীন শান্তির
জীবন মাইলব্যাপী সিলিকা সম্বল করে
গার্হস্থ্য মেঝের মতো ধুয়েমুছে সাফ করে যাচ্ছে
নিত্যদিন।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
০২-১০-২০১৬
(চিত্রসূত্র: সালভাদোর দালি)
Comments