ঝরিবে শ্রাবণধারা
[১]
আকাশগঙ্গার ঝর্ণা থেকে লাফ দিয়ে
মাঝির বিড়ির আগুন ছেদ করে
চাঁদ গুনে যাচ্ছে রুপোলী কিলবিলে তরঙ্গ
লণ্ঠনের আলোয় নদীর আর্চে
একটি জলপোকা শামুকের মতো
কোটর থেকে বেরিয়ে আত্মজীবনীতে তরল হচ্ছে।
[২]
একটু ভাবলে পরে দেখবেন
অভিকর্ষের ছায়া বা প্রচ্ছায়া
শুনশান বাতাবিলেবুর মাথায় সারেগামা একফালি চাঁদ
যার গান্ধারটি কোমল হবার মুহুর্তমাত্র
অর্ধদগ্ধ নাভি টুপ্ করে অভিকর্ষপ্রাপ্ত হয়।
[৩]
কালো আসবেস্টসের মতো আকাশ দেখতে দেখতে এলাম
যা থেকে যেকোনো মুহুর্তে শেলের মত চিড়বিড় শব্দ নামতে পারে
শুধু দুধারে লাশের মত ডাই করে রাখা
বস্তা বস্তা পলিথিনের হিরো হিরোইন
ভ্রাম্যমান চিলের মতো বাস্তব নয়,
ঘনঘোর পরাবাস্তব।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২৫-৯-২০১৬
(চিত্রসূত্র: ভ্যান গঘ)
Comments