ক্রিয়াশীল কচুরিপানা

 


ক্রিয়াশীল কচুরিপানা

[১]
মনে করো আমি কার্পেট
তুমি হলে ভেলভেট চেতনা
বুকের বিষ্ঠা বেরিয়ে যায় গুবলেট
মনেপ্রাণে চাই তুমি হারিয়ে ফেলোনা।
[২]
শতাব্দীর লেজঅবশেষ কামড়ে
কোনোমতে দাঁড়িয়েছি উল্লম্ব
সাকার তম্বুরির ধোঁয়া উগরে
আমি চারমিনারের নিরাকার স্তম্ভ।
[৩]
যোজনব্যাপী টানেল জুড়েছো
হৃদয় ছেঁকে ধমনীতে ঘুটঘুটি রিফ্লাক্স
আমার নিঃশ্বাস গিলে ফেলেছো
গঙ্গায় মালা ভাসে ক্লাসলেস ক্লাস।
[৪]
চিনির প্রভাব আমি জানি
তদুপরি বোনলেস সুগারফ্রী যিনি
দেশে, দোষে, দশে ভ্রমে যান তিনি
শহীদ মিনারের মতো নিপাট বিদেশিনী |
[৪]
তবু যদি অলিতে গলিতে গিয়ে থামে
মজ্জায় মজ্জায় যাতনা দেয় কলকাঠি
অথবা শতাব্দী জুড়ে বৃষ্টি যদি নামে,
আবার পাঠাবো চিঠি তোমায় নীল খামে
দেবো সাথে জীবন ও মরণ কাঠি ।

সন্দীপ চক্রবর্তী
বম্বে
১৬-১২-২০১৭
(চিত্রসূত্র: মার্ক শাগাল, ফায়ারবার্ড)

 

Comments

Popular posts from this blog

Page of painter Du

In March?

অভিব্যক্তি