তাসের দেশ ও দেশের তাস

 


তাসের দেশ ও দেশের তাস

---------------------------------------------------------

[১]

সারারাত স্বপ্নের তাসগুলোকে সাজিয়েছি
তাদের স্বদেশে। সেখানে উদ্যান জলপান
করছিলো সবুজ হয়ে ঝুঁকে পড়ে। সেখানে
পাকস্থলীর টিউবগুলি স্নেহস্পর্শে গাছের
ও মানুষের রক্তবাহগুলির পরিচর্যা করেছে।
সূর্য উঠেছে মেরুদন্ড বেয়ে, অজস্র চাঁদ
উঠেছিল অসংখ্য চোখের তারার ঝুড়িতে।

[২]

সারারাত দুঃস্বপ্নের তাসগুলোকে জ্যামিতি
মেনে ক্যাসেলে জুড়তে চেয়েছি, ভুলে গেছি
ক্যাসেলের ভেতর থেকে শুধু বায়বীয় বুদ্বুদ
আকাশের অক্সিজেন হয়ে পরীরূপী উড়ে যায়।
কৃষ্ণকায় এক অতিকায় চিল ডানায় মুড়ে শুয়ে
থাকে সারিবদ্ধ কাফনরাশি জুড়ে। ভোরের কম্বলে
দৃশ্যমান শুধু অনালোকে বৃদ্ধিপ্রাপ্ত শেষ নিঃশ্বাসের ছত্রাক।

[৩]

দারুচিনি চিবানোয় আমার নাই অভিলাষ
হাওয়াইয়ান চপ্পল ও হাওয়ার সাথে পরবাস
নাই আমার। পেরেক ফুটলে ল্যাংড়াই অমনিবাস
নিজের মতো করে গজকে এগিয়ে শুনি সুরোচ্ছ্বাস
মানিনা আকাশের লালফিতের ফাঁস।
মানিনা দেবতার ধেয়ে আসা গোগ্রাস।
মানি শুধু চোখের দূরবীনজুড়ে জীবনেতর প্রয়াস।

সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২৬-১১-২০১৬


(চিত্রসূত্র: পল ক্লী)

Comments

Popular posts from this blog

Looking at the hat

Ludvik

Memory of Yangzi