ভ্রমণ
ভ্রমণ
========================== ========================== ========
তালসারির আনাচকানাচ থেকে সমস্ত ডাউন ট্রেন সমুদ্রতট বরাবর চলে গেছে
এখন লোহিতকণিকাপুঞ্জ, সমান্তরালে কাঁপতে কাঁপতে তরল প্রিসমের প্রাণ হাতে বসে আছে
আকাশে যে জাহাজডুবি হয়েছে, হয়ত গরল জ্যোৎস্নায় তার কিছু নোঙ্গর ফেলেছে
তবু, শৈবালদলে বৃষ্টির যেটুকু পথরেখাময়, সমস্ত ক্যানভাস প্রদক্ষিণ করে বৈকালে ডুবে যেতে হয়
পৃথিবীর তিন ভাগ জল, তাই অগ্নিও খোলসাবৃত হয়ে দংশনকারী সাপের মত সমুদ্রেই নীল, ভাবনাময়।
সন্দীপ চক্রবর্তী
কসবা, কলকাতা
১৩-৯-২০১৬
(চিত্রসূত্র: মার্ক শাগাল, দ্য ড্রাঙ্কার্ড)
তালসারির আনাচকানাচ থেকে সমস্ত ডাউন ট্রেন সমুদ্রতট বরাবর চলে গেছে
এখন লোহিতকণিকাপুঞ্জ, সমান্তরালে কাঁপতে কাঁপতে তরল প্রিসমের প্রাণ হাতে বসে আছে
আকাশে যে জাহাজডুবি হয়েছে, হয়ত গরল জ্যোৎস্নায় তার কিছু নোঙ্গর ফেলেছে
তবু, শৈবালদলে বৃষ্টির যেটুকু পথরেখাময়, সমস্ত ক্যানভাস প্রদক্ষিণ করে বৈকালে ডুবে যেতে হয়
পৃথিবীর তিন ভাগ জল, তাই অগ্নিও খোলসাবৃত হয়ে দংশনকারী সাপের মত সমুদ্রেই নীল, ভাবনাময়।
সন্দীপ চক্রবর্তী
কসবা, কলকাতা
১৩-৯-২০১৬
(চিত্রসূত্র: মার্ক শাগাল, দ্য ড্রাঙ্কার্ড)
Comments