বুদ্ধিরূপেণ সংস্থিতাঃ

 


বুদ্ধিরূপেণ সংস্থিতাঃ

----------------------------------------------------------------------

[১]

দেখেছি তার কঙ্কালসার পারিজাত উড়ানে
শুনেছি সিম্ফনি তার পাঁজরাবৃত বক্ষে
গলেছে লাভা মুহূর্তজুড়ে পাকস্থলীর প্রতি কক্ষে
ন্যায়ের প্রতিষ্ঠা ঘরে ঘরে কাশের আগমনে।

[২]

দেখেছি লৌহসম্রাজ্যের ওপর ঘাসেরা গজিয়েছে
তবু ঘাসের ডগাগুলো বেয়োনেটের মতো সূচ্যগ্র
আমার তিমির বক্ষস্থলে মুচড়ে যারা জ্যোৎস্নার আলোয় কামিয়েছে
আমার প্রেতিনী ঘাসেরা তাদের ধমনীর সুরেতালে সঙ্গম গাইতে ব্যগ্র।

[৩]

দেখেছি যাদের শিয়রে থ্যাবড়া পাথরবালিশ
দেখেছি যাদের জীবিকা কচুরী মহিষপালিশ
দেখেছি কারা ম্যানহোল, ডোমপট্টিতে থাকে
আঁধারে শুনেছি কতজন জীবনানন্দকে ডাকে।

[৪]

মুখোশগুলি আলোকবরষে ধায়
লোহিত রজনী ক্রমশঃ নীল হয়
তোমার আমার ব্যবধানে ভোর হয়
আগমনী গান শ্লথ হয় মোহনায়
নিশিভোরে ফুটপাতে ট্রামে মহালয়ায়।

সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
০২-১০-২০১৬

(চিত্রশিল্পী: ইগোর মোরস্কি)

Comments

Popular posts from this blog

Page of painter Du

In March?

অভিব্যক্তি