বোর্ডে আর একটা বোড়ে


 বোর্ডে আর একটা বোড়ে বিন্দুবৎ বাকি

অথর্ব চারপাশ হীম কুয়াশায় ঢেকে গেছে
নাকি! গ্রহণের অন্ধ আলো চুরুটের আঁকিবুকি
ধরে রাখি। ভৈরবে আঁচড় কাটা রক্তের ফিনকি-
চৌষট্টি ঘরে চৌষট্টিটা মূর্ছিত রক্তকরবী
কোনায় ঠেলা একটিমাত্র বোড়ে মাজাকি
দুপকেটে হাত রেখে হেলান দিয়ে একাকী
মহাকাশে তখন স্বর্পদংশিত আলো শূন্যের
বিছানায় তন্তুরূপী লিকলিকে জিহ্বাগ্রের
পরিপূরক অন্ধকার চেটে আকাশের কপাল
ঈষৎ গোলাপী। রেখা টেনে শবাসনে মহাকাল
কাঁটাতারের বাইরে করজোড়ে বিন্দুবৎ বোড়ে
ভ্রূকুঞ্চিত, একাকী। ফাঁক রেখে গেছে ফাঁক-ই।

সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২২-২-২০১৬

(চিত্রসূত্র: ভ্লাদিমির কুশ, " অলওয়েজ টুগেদার "

Comments

Popular posts from this blog

Ludvik

Memory of Yangzi