এত্ত সহজে যাইতে দিমু ক্যান?
এত্ত সহজে যাইতে দিমু ক্যান?
--------------------------
শীতশুস্কতায় মনে ময়নাগুড়ি ঝরেনা
সহযাত্রিণী আমায় বলে কোথায় থাকেন, কোথায় যাবেন
আমার চোখের খালবিলে জল আসে সাথে ব্লটিং পেপার
রাখি কালির এরকম দাগ জানালা থেকে মুছে গেছে
আমি কর্নিয়ায় ডিজাইন করি কয়েন টস করে বলে দি মহাধূর্ত
চোখ, কাঁটাতার ধরে উদগ্রীব চোখ, থুতু দিয়ে নোটের হিসাব
রাখা চোখ, বেনীর পাশে ঘুরঘুটিয়া চোখ, নদীতে ডুব দিয়ে
মাছের সাথে কথা বলে মর্গে বাক্সবন্দী হয়ে কবিতা আউড়ে যাওয়া চোখ .....
আমার অন্তঃস্থল এক বন্ধ্যা নদীর ডাঙা হেঁচড়েপেছড়ে
কুমীরের মতো উঠে এসেছি গায় জড়িয়ে রাত্রির খসে পড়া চামড়া
ক্রোধে আমি বাইবেল ছেড়ে আকাশের উদ্দেশ্যে কামড় বসিয়ে
নিজের দাঁতগুলোকে খটখট করে সার্চ করেছি ওয়ারেন্ট ছিলোনা
তাই কেউ গ্রাহ্য না করে মূত্রলোকের অবতারেরা আমার পৃষ্ঠদেশে
কাটাকুটি খেলেছে।
আমি আকাশের চামড়াসমেত তাদের পা কামড়ে রেখেছি
মাংসগুলোকে যেতেই দিতে পারতাম কিন্তু শক্তিলোভনীয়পদ
যেতে কেন দেব?
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
১৭-১২-২০১৬
(চিত্রসূত্র: সালভাদোর দালি)
Comments