আমার চোখের জলেরা
আমার চোখের জলেরা
আমার বটের ঝুড়ির কান্নারা
শূকরবেশে মুখ চাটাচাটি করে
প্রাণ নিয়েছে সূচীসূক্ষ গান
কাফনে দিয়েছে ভাজে ভাজে
বক্ষপিঞ্জরে ধাক্কাতে থাকা
বহু শূকর শূকরীর জন্ম
আমি স্থগিত
পাঁকে বৃদ্ধ অঙ্গুলি ডুবিয়ে
কিছু কালি সঞ্চয় করি
অপচয় যখন সঞ্চয়ের মেঘ চিরে
ক্ষয় করে যায় চমকিত বিদ্যুৎ
গ্রামারে আশ্রয় নেয় শব্দবোটানিকা
আমার কবর ধাপে ধাপে নামে
অযুত কবরে শ্রদ্ধেয় মূত্রত্যাগে
আমার উত্তরসূরি বক্ষপিঞ্জর কাঁধে নিয়ে
আমি ভাবি অতীতে ঋষিতে
ইন্দ্রিয়ের তাপমাত্রা ছেড়ে
বর্তমানের পশ্চাদ্দেশে থার্মোমিটার গুঁজে চলে যাবো ।
সন্দীপ চক্রবর্তী ,
শ্রীরামপুর
৩১-১-২০১৮
চিত্রসূত্র: ওয়াসিলি কাঁন্দিনস্কি
Comments