মেঘের মানুষ আর মানুষের মেঘ
মেঘের মানুষ আর মানুষের মেঘ
========================== ==============
পারিজায়ী পাখীর ডানা ঝাপ্টে
মেঘেরা আমার সিপিয়ার শহরে
সবাই কৃষ্ণবর্ণ চাদর মুড়িয়ে
চাদরখানাও একাকার মেঘের বসন হয়ে।
সারারাত বারিধিজাত এই অন্তরলীন কে
আমি ছুটে ছুটে তার দুহাত গলার পাশে রাখি
ভালোবাসার দীর্ঘস্থায়ী পরিণতি, ঠোঁটের ভেজা স্বাদ
আমি বাড়ী নিয়ে আসি, ছাদে তার সম্পত্তি অগাধ
আমার এই মেঘকন্যারা, মেঘপ্রেমিকারা সকালে
যখন বৌবাজার স্ট্রিট ক্রস করে আমার একান্ত হৃদয়
কোলে কোলে আগলে নিয়ে যায়, আমি দেখি
মেঘেদের কালো, নির্মল রক্তবাহের উপর ট্রামের লাইন চলে গেছে
তখনি আমি লাবডাব এর হল্টার থামিয়ে গুলি চালাতে শুরু করি।
আকাশের দিকে ঋতুবদলের ঘড়ির কাঁটা মেপে বলি -
আবার এসো।
এবার আমি কামানে কামানে শহর ঢেকে রাখবো।
সন্দীপ চক্রবর্তী
কলকাতা
১৬-৮-২০১৬
( চিত্রসূত্র: মার্ক শাগাল )
পারিজায়ী পাখীর ডানা ঝাপ্টে
মেঘেরা আমার সিপিয়ার শহরে
সবাই কৃষ্ণবর্ণ চাদর মুড়িয়ে
চাদরখানাও একাকার মেঘের বসন হয়ে।
সারারাত বারিধিজাত এই অন্তরলীন কে
আমি ছুটে ছুটে তার দুহাত গলার পাশে রাখি
ভালোবাসার দীর্ঘস্থায়ী পরিণতি, ঠোঁটের ভেজা স্বাদ
আমি বাড়ী নিয়ে আসি, ছাদে তার সম্পত্তি অগাধ
আমার এই মেঘকন্যারা, মেঘপ্রেমিকারা সকালে
যখন বৌবাজার স্ট্রিট ক্রস করে আমার একান্ত হৃদয়
কোলে কোলে আগলে নিয়ে যায়, আমি দেখি
মেঘেদের কালো, নির্মল রক্তবাহের উপর ট্রামের লাইন চলে গেছে
তখনি আমি লাবডাব এর হল্টার থামিয়ে গুলি চালাতে শুরু করি।
আকাশের দিকে ঋতুবদলের ঘড়ির কাঁটা মেপে বলি -
আবার এসো।
এবার আমি কামানে কামানে শহর ঢেকে রাখবো।
সন্দীপ চক্রবর্তী
কলকাতা
১৬-৮-২০১৬
( চিত্রসূত্র: মার্ক শাগাল )
Comments