সব লয়, সব ক্ষয়

 


১]
সত্যিই তো দুপুরবেলা ক্ষয়ে যায়
মাথার ভিতরকার প্যাচগুলো ঢিলে করে
রাত্রি হয়। আকাশে নক্ষত্রের ময়লা
ধূমকেতুর মতো ল্যাজে আগুন জ্বালিয়ে
নির্দিষ্ট স্থানাঙ্কের বাইরে ছুটে বেড়ায়।

[২]

মস্তিস্ক চাষ করা বড়ো কঠিন কাজ-
কেউ কেউ জীবনভর কোষ্ঠকাঠিন্যে
ভোগে। কারো কারো বাহ্যত্যাগের রেওয়াজ
কমোডেই সব আশা আকাঙ্খা গুড়গুড় মেঘের আওয়াজ।

[২]

এটি একটি ছড়া
নাইবা হল পড়া
নাটকে দেখা সব মিঠেকড়া
আধার(কার্ডে) সহি করা
ব্রহ্মে যত ব্রডব্যান্ড
রকবাজি করে রকব্যান্ড
আমি ড্রামে তুলি নাগাল্যান্ড
তুমি দেয়ালে ছেটাও ইয়েলোস্যান্ড

[৪]

এসব আসলে স্যাক্রোসিনিক্যাল
কবিতা লেখার ডাইরি বোটানিক্যাল
সত্যি বলছি মাইরি
তোমায় ভালোবেসেছি আমি
ইহকাকালশ্চ পরকাল।

[৫]

ক্ষয় বা চোখরাঙানো ভয়
দুইয়ে প্রবলভাবে রাজনীতিতে রয়
জানালার বাইরে পাতা খসে পরে যায়
আশ্চর্য এখনো ইনভার্স তোমার ভয়
আমার বরাভয়।

সন্দীপ চক্রবর্তী
বম্বে
০১-০৪-২০১৭

(চিত্রসূত্র: সেমেটারি, ওয়াসিলি কাঁদিনস্কি)

 

Comments

Popular posts from this blog

Page of painter Du

In March?

অভিব্যক্তি