এনাটমি ঝনঝন করে

 যখন এনাটমি ঝনঝন করে তালা দিয়ে দেয় সেন্ট্রি;

 দিশাহারা পাখীর দল গরাদের যেটুকু অবশিষ্ট আলো নিয়ে সন্তুষ্ট থাকে 

আমিও গা ভাসাই আকাশ থেকে কলসির একেকটা ছিদ্র সেলাই করে বাবুইবাসা আশ্রয় দেয় মহাজগতে - একপা এগিয়ে দুই পা পিছিয়ে ভাবি কারাগারে কোনটা ডান কোনটা বাম হাওয়া উচিত ছিল।

আমার হাতে মুঠো করে রাখা ছিল গানপাউডার ঝিরিঝিরি করে পড়ার সময় বুঝতে পারিনি লালঝান্ডায় ফুটো দিয়ে রুপালি চাঁদের কাস্তে ছিন্নমস্তার মতো তরল জ্যোৎস্না কাটতে কাটতে নিজের ঘরে ফিরে গেছে - আমাদের প্রশ্ন ছিল লিন পিয়াও না চৌএনলাই , আমাদের হেসে ফিরিয়ে দিয়েছে ঝিম ধরা আদিম উপত্যকা।


যে যতই ধ্যানস্থ হোন আত্মায়, জ্যোৎস্নায় খিলখিল করা হ্লাদিনীর সমীপে প্রাণবায়ু যাতায়াত করে চুপিসারে নিভৃতে।
পঞ্চভূতের বস্তুবাদ শূন্য ও অসীমের মধ্যে দোদুল্যমান হয়, দুকূল ছাপিয়ে এই কুলাঙ্গারে 

কখনো কখনো ভাবি ভাববাদ ও বস্তুবাদ কাটায় কাটায় এক হবে।



সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর, ১১-০৯-২০২০

Comments

Popular posts from this blog

Ludvik

Memory of Yangzi