গ্রামার

 


গ্রামার

---------------------------------------------------------------------

সমুদ্রের গভীর থেকে আকাশের স্বরলিপি বেয়ে
ছড়িয়ে ছিটিয়ে সমর্পিত - স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বেদনার পরিভাষা নিয়ে
সুনীল জলধি পিছিয়ে এগিয়ে এসে ভ্রমরের কোটরের আস্তানায়,
বর্ণের গ্রাসাচ্ছাদন উচ্ছিষ্ট অববাহিকায় পথ সোনালী আলো খুঁজে নেয়
আকাশ চলে গেছে রবিশস্যের হাসি নিয়ে, আমাদের নক্ষত্রে দোলা দিয়ে
পঁচিশ বছর আগে তোমার স্বরলিপি আঁকা চৌকাঠ পেরিয়ে,
মিথেন শহর আনেক ছাড়িয়ে, পারসিক গালিচা যাত্রাপথে গেছে ক্ষয়ে
সেইসব গাঢ়, কমলা রং তুমি ফিরে পাবে চিলের বাসরঘরে খোঁজ নিয়ে?

সন্দীপ চক্রবর্তী
কলকাতা, কসবা
২৮-৯-২০১৬

(চিত্রসূত্র: "গোলকোন্ডা", রেনে ম্যাগ্রিত্তে)

Comments

Popular posts from this blog

Ludvik

Memory of Yangzi