বসন্তের কামড়


--------------------------------------------

[১]

এখনো গায় লেগে বসন্তকামড়ের দাগ
কানে ঝরে আছে উড়ন্ত পাতার হুইসেল
শরতের বনে উঁকিঝুঁকি মারা নলের দুচোখ
কঠোর, রঙ্গীন ব্যাগে রাখা ক্রুসিফায়েবেল

[২]

ট্রামের পেছনে পেছনে রক্তের স্রোত ছোটে
বস্তাপচা আলুর দেহাবশেষ সুরক্ষিত হিমঘরে
কে যেন চাঁপাসৌরভে চাঁদের বুড়ি থেকে ওঠে
চরকা ঘোড়ায় মাছ এঁকেবেঁকে সমুদ্রস্থিত অধরে

[৩]

এমন দিনে হাতে নেই কোনো ভবিতব্য
তোমার হাতেও নেই কোনো রেফারেন্স
মাও আজ শুধু টুপি পরা নব্য মহাকাব্য
হারামীরা শুধু চুষে গেছে তব টলারেন্স।

সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২০-১০-২০১৬

(চিত্রসূত্র: সুঝৌ ওয়াটারকালার, অজানা চিত্রকার)
 

Comments

Popular posts from this blog

Ludvik

Memory of Yangzi