কবি ফাল্গুনী রায় স্মরণে
কবি ফাল্গুনী রায় স্মরণে
-------------------------- -------------------------- -----
এইখানে,
সারারাত আকাশের ছাই খসে পড়ে
দুর্বাদলে শুলে স্প্রিঙের মতো
পেঁচিয়ে ধরে বক্ষপিঞ্জর, তার নীচে
দর্জির সুতোর মতো কিছু শনাক্তকরণীয় বৈশিষ্ট
তার পাশে উল্কা হতে চাওয়া একটি বিজ্ঞাপনের হৃদয়
যা কুকুরের মতো গোঙাতে গোঙাতে ধাক্কা মেরে চলেছে।
চলেছে .... চলেছে ....
এইখানে,
বানের জলের মতো চিন্তারা
সমুদ্রে অন্তর্নিহিত হবার পর
কবিরা একে একে ঝাঁপ দেয় কাদায়
একটু একটু করে আত্মহত্যা করে
সারারাত আকাশের ছাই হয়ে ঝরে।
ঠিক এইখানে,
মাটির তলায় সুড়ঙ্গ খুঁড়ে
শহরে চাষ করতো
মানুষকে, তার চামড়াকেও দগদগে লাল করে তুলতো
এখনো শ্মশানে লিখে জ্বলজ্বল সরোজ দত্ত।
এখানে,
নীড়ে ফেরা পাখীর ডিমে তা দেবে বলে
লাশকাটা ড্রয়ারে শুয়ে এখনো মদ খাচ্ছে
ফাল্গুনী রায়।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
৩১-১২-২০১৭
(চিত্রসূত্র: ফাল্গুনী রায়, স্কেচ বাই সম্বিৎ বসাক)
--------------------------
এইখানে,
সারারাত আকাশের ছাই খসে পড়ে
দুর্বাদলে শুলে স্প্রিঙের মতো
পেঁচিয়ে ধরে বক্ষপিঞ্জর, তার নীচে
দর্জির সুতোর মতো কিছু শনাক্তকরণীয় বৈশিষ্ট
তার পাশে উল্কা হতে চাওয়া একটি বিজ্ঞাপনের হৃদয়
যা কুকুরের মতো গোঙাতে গোঙাতে ধাক্কা মেরে চলেছে।
চলেছে .... চলেছে ....
এইখানে,
বানের জলের মতো চিন্তারা
সমুদ্রে অন্তর্নিহিত হবার পর
কবিরা একে একে ঝাঁপ দেয় কাদায়
একটু একটু করে আত্মহত্যা করে
সারারাত আকাশের ছাই হয়ে ঝরে।
ঠিক এইখানে,
মাটির তলায় সুড়ঙ্গ খুঁড়ে
শহরে চাষ করতো
মানুষকে, তার চামড়াকেও দগদগে লাল করে তুলতো
এখনো শ্মশানে লিখে জ্বলজ্বল সরোজ দত্ত।
এখানে,
নীড়ে ফেরা পাখীর ডিমে তা দেবে বলে
লাশকাটা ড্রয়ারে শুয়ে এখনো মদ খাচ্ছে
ফাল্গুনী রায়।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
৩১-১২-২০১৭
(চিত্রসূত্র: ফাল্গুনী রায়, স্কেচ বাই সম্বিৎ বসাক)
Comments