কনসার্ট

 


কনসার্ট 
১, 
তুমি যখন এলে 
গ্রিলের ভেতরে আমি 
বোধহয় তুমি ভাবলে 
এসব যত ন্যাকামি। 
২, 
তুমি ঢেলে দিলে 
যত সব চিলে 
তারপর দুইডানা মেলে
তুমিও কারারুদ্ধ হলে।   
৩, 
আকাশ থেকে ধূমকেতু 
তোমায় খুঁজে খুঁজে 
গ্রীষ্ম থেকে বসন্ত ঋতু 
চাপা হাসি আর গান হলো মজে 
হৃদয়ে আর মগজে  মগজে 
পরোয়ানা নিয়ে গ্রেফতার 
টুকরো টুকরো ব্যর্থ লিপি  
একত্রিত অন্তহীন ক্লোসিং শাটার 
৪, 
গ্রিলের ভেতরে উল্লাস যায় আর আসে 
অগম্য সীমারেখা আর দড়ির এই ফাঁসে 
কনসার্ট হয় কসাই আর ফায়ারিং স্কোয়ার্ডে
যারা চলে গেছে লোরকার বিয়ন্ড ওয়ার্ডে
পুলিশ যতই হয়েছে যমদূত 
লেবুর বিস্ফারিত চোখ - বিদায় অদ্ভূৎ
যতই মেরেছো তুমি টমিগান দিয়ে 
খাওয়াপড়া সব ওই একশোবারো নিয়ে। 
  
সন্দীপ চক্রবর্তী 
শ্রীরামপুর 
০৯-০৯-২০২০

Comments

Popular posts from this blog

Ludvik

Memory of Yangzi