তালা, চাবি এবং বিদগ্ধ কলকব্জা সম্পর্কিত
[১]
এখনো বন্দুকের বেয়োনেট আকাশে উঁচিয়ে
শালবনসেনা মহারথীর মত একত্র দাঁড়িয়ে
আছে। গভীর শ্রদ্ধার্ঘ্যে, মচমচ পাতা ঝরিয়ে
ডায়রির ভাঁজে বোটানির কবরে ঠাঁই নিয়ে
আলোছায়াপথে চড়ুইভাতিরা স্থান পায় শতরঞ্চি বিছিয়ে
বিবস্ত্র চড়ুইপাখী আহার সারে গাত্রের দাহ ইনিয়ে বিনিয়ে।
[২]
এখনো অমলডাঙায় জোনাকির ধাপে ধাপে নামা যায়
পরিখার নির্জলা খাঁটি চরে। সেখানে চাঁদের আলো ছেড়া
মশারীর নেটের মত আটকে থাকে বুড়ীর পরিত্যক্ত চামড়া
ছায়ারা এগিয়ে পিছিয়ে এলে অন্ধকারের কিবা এসে চলে যায়।
[৩]
চোখের আলোয় দেখি সূচীসূক্ষ নৌকোরা বুকফাটা নদী সেলাই করে
তীরবর্তী তখন হাজার হাজার আহত মাছ জীবনের ভর ও ভারে
অপেক্ষমান। নদীর হৃৎপিণ্ড ধকধক করে মোহনার রন্ধ্রজুড়ে
নক্ষত্রের তাঁতি তাঁত বোনে পান্ডুর অতিকায় পাকস্থলীর ভাগাড়ে ভাগাড়ে।
সন্দীপ চক্রবর্তী
কসবা, কলকাতা
০৯-১২-২০১৬
(চিত্রসূত্র: বন্ধু এবং অগ্রজ শ্রী অমল সান্যাল)
Comments