মেঘসঞ্চার উড়ু উড়ু মন
মেঘসঞ্চার উড়ু উড়ু মন
বিগত পিচ্ছিল জীবন
ঠোকাঠুকি করে কাকে?
শ্রাবন ঘন গহন মোহে
শুভ দিনে এসেছে দোঁহে
লালঝাণ্ডার কৌপিন পরে
কাকাবাবুরা একে একে
শ্রেণীসংগ্রাম কামোন্মত্ত ভ্যাকভ্যাকে
খুঁজে ফেরে ফেস্টুন ফ্ল্যাগ গণ পাঁকে।
আমাশার দিনে মলদ্বার আনলক রেখে
কে যেন কমরেড প্রানপন ডাকে
পুরাণ হইতে বিপত্তারিণী মা'কে।
(চিত্র: টমি ইংবার্গ )
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর /১৮/৪/২০১৯
বিগত পিচ্ছিল জীবন
ঠোকাঠুকি করে কাকে?
শ্রাবন ঘন গহন মোহে
শুভ দিনে এসেছে দোঁহে
লালঝাণ্ডার কৌপিন পরে
কাকাবাবুরা একে একে
শ্রেণীসংগ্রাম কামোন্মত্ত ভ্যাকভ্যাকে
খুঁজে ফেরে ফেস্টুন ফ্ল্যাগ গণ পাঁকে।
আমাশার দিনে মলদ্বার আনলক রেখে
কে যেন কমরেড প্রানপন ডাকে
পুরাণ হইতে বিপত্তারিণী মা'কে।
(চিত্র: টমি ইংবার্গ )
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর /১৮/৪/২০১৯
Comments