ফ্রিকোয়েন্সি

 



ফ্রিকোয়েন্সি

--------------------------------------------------------------------------

সাগরময় উদ্বেলতা, বালিরাশি আর স্বর্ণাভ বিকিরণ কলসিতে ঢেলে
উদ্বৃত্ত ঝিনুকের মত হাওয়ার পরিধীতে বসে আছি লাটাইয়ের মত ঝাউতলে
ঝাউগাছ নিকটবর্তী বেলাভূমির কাছে, স্থুলকোনে গভীরে আছে
বালুতট ঢালরূপী আর সমুদ্রকে তরোয়াল ভাবলে,
এরা পরস্পরকে করাতের ফেনার মত কাটে, নোনা জলে
টুকরো টুকরো করে তাৎক্ষণিক বিরতি নিয়ে কলসে ফিরে যায়
ঝাউসারী উদাত্ত কণ্ঠে ব্যাপ্ত থাকে নৃত্যরূপী বায়বীয় কিনারায়
ভেবে যাই কর্ণপটহ থেকে প্রকৃত গর্জন অন্তঃপুরে কবে পৌঁছায়!

সন্দীপ চক্রবর্তী
কসবা, কলকাতা
২৮-৯-২০১৬

Comments

Popular posts from this blog

Page of painter Du

In March?

অভিব্যক্তি