পাঠ
পাঠ
=======================
আপেলভ্রষ্ট গাছতলায়
পৃথিবী পাঠ পড়ায়
সামুদ্রিক লঘিষ্ট গরিষ্ঠ কণিকায়
পৃথিবী পাঠ পড়ায়
প্রবাসী গ্লাভস কররেখায়
পৃথিবী পাঠ পড়ায়
আমার চিনতে না পারার মনিকোঠায়
পায়রা এখনো ওড়ায়
শুধু ভাতের ফেনায় রাত্রি হয়
সমুদ্র আকাশচুম্বী, রেখাময়
গর্জনে নিজেকে রেখে মিলিয়ে যায়
পৃথিবী পাঠ পড়ায়
দালালদের পাঠ কবে সম্পূর্ণ হবে?
সন্দীপ চক্রবর্তী
কসবা,কলকাতা
১-৯-২০১৬
চিত্রসূত্র: এম. সি এশার
=======================
আপেলভ্রষ্ট গাছতলায়
পৃথিবী পাঠ পড়ায়
সামুদ্রিক লঘিষ্ট গরিষ্ঠ কণিকায়
পৃথিবী পাঠ পড়ায়
প্রবাসী গ্লাভস কররেখায়
পৃথিবী পাঠ পড়ায়
আমার চিনতে না পারার মনিকোঠায়
পায়রা এখনো ওড়ায়
শুধু ভাতের ফেনায় রাত্রি হয়
সমুদ্র আকাশচুম্বী, রেখাময়
গর্জনে নিজেকে রেখে মিলিয়ে যায়
পৃথিবী পাঠ পড়ায়
দালালদের পাঠ কবে সম্পূর্ণ হবে?
সন্দীপ চক্রবর্তী
কসবা,কলকাতা
১-৯-২০১৬
চিত্রসূত্র: এম. সি এশার
Comments