ইনকিলাব

 ইনকিলাব

--------------------------------------------------------------------------
এত সব বিস্ময়ের সুর তানে তানে চূর্ণ হয়ে প্রভাতে
জানিনা তুমি কেন বাস্পশকটের মতো হাপাতে হাপাতে
একরাশ দম নিয়ে ছেড়ে দিয়ে অভ্যর্থনা জানালে
আমি তোমাদের ছেড়ে কতদূরে যাবো মহাকালে
হয়তো গণিতের চেয়েও অঢেল দূরত্ব বজায় রেখে
তোমার আমার ইনকিলাব গাঢ় রঙের আবির মেখে
অন্ধকার সমুদ্রতটে থেকে নক্ষত্রের ভস্ম রাঙা আলোকে
ঘুরে ফেরা ফসফরাসের মতো- চূর্ণ থেকে আরো চূর্ণের দিকে
জিয়নকাঠি দিয়ে ধবল বকের ন্যায় মায়েস্ত্রোর দুর্বিপাকে
আরো কতদূর পেরোলে সন্ধ্যামাখা বায়ুর মিহি জ্যোৎস্নার
টানে পথিক হয় ঘাসের ঘ্রাণে - যে যত বলুক এই পারাবার
নক্ষত্রের জলে ভেজা ক্রন্দনময় চোখ, মিথেন পাথার
ফেনিয়ে ফেনিয়ে যত অন্ধকার,
যত ক্রান্তিকারী কালপুরুষ তরবারি
অসীম অনন্তকাল হতে যত আহত হাত শূন্যে চিৎকারি
কবিতার চিরকুট দিয়ে খোঁজ করা দিকশূন্যপুর
কমরেডের পুরানো ঠিকানা, হয়তো বা একবালপুর!
এখানে এখনো সীমাহীন দ্বন্দ্বে বাড়ি ঘরদোর
মহাশূন্যের বেড়া ডিঙিয়ে, আরেক মহাশূন্যতার তরে
তোমার আমার চোখ দেখাদেখি বছর কুড়ি পরে
জ্যোৎস্নাভরা মেদুরতা আসে যায় জোনাকির থরেথরে
এখানে তুমি ইনকিলাব বলেছিলে ডেকে আমায়
এখানে এখনো কাটায় কাটায় দ্রাঘিমা পাহারা দেয়
এখানে কাটায় কাটায়, স্কন্ধকাটা অতীত কমরেডরা
শোয়ানো থাকে ঝরা পালকের মতো স্বরশয্যায়
এখানে এখনো কাটায় কাটায় খালাসিটোলায়
আলোর রেটে অন্ধকার বিক্রি হয় !



সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২২/০৯/২০২০

Comments

Popular posts from this blog

Page of painter Du

In March?

অভিব্যক্তি