বস্তুর অবস্থাবিশেষ
বস্তুর অবস্থাবিশেষ
--------------------------
[১]
ম্লান ভোরকে করপুটে গঙ্গাকে খাইয়ে এসে
বিছানা, শতাব্দীপ্রাচীন চিঠির সমাধি হয়ে আছে
যে মানুষটা জীবিতদের পঙ্কে জাত করুণারূপী
টলটল করছে। অথবা মৃতদের তুলোর জগতে
ইতস্তত ঘোরাফেরা করছে। নক্ষত্রের ম্লান তুলাবশেষ
ঘুরতে ঘুরতে হঠাৎ ভূস করে আতশবাজি হয় যেমন।
[২]
আট বছর বাদে ওষুধের ভুলে যাওয়া স্ট্রিপের মত
একটি বড়ি কঙ্কালের মত ঝুরঝুর করে পতনোম্মুখ হলো
ধুলোগুলি একত্রিত করে আমি চিঠিটি জোড়ার চেষ্টা করলাম
কাগজ ব্যতিরেকে মাথার ভেতরে অসংখ্য শব্দের ম্লান মেঘ জমলো।
[৩]
সিপিয়ার দ্রবণে বাষ্পদের দিকে তাকিয়ে আছি
অত্যাধিক চাপে বায়ু তরল হয়, ইমোশনের ভার
চোখও চাপতে পারেনা, মূত্রত্যাগ করে ফেলে
ম্লান আলো এলো গ্রিলে ক্রাচ রেখে কমলালেবু নিংড়ে।
সন্দীপ চক্রবর্তী
কসবা, কলকাতা
১৩-১০-২০১৬
(চিত্রসূত্র: রেনে ম্যাগ্রিত্তে, "আয়না")
Comments