কৃষ্ণপক্ষ





কৃষ্ণপক্ষ

...........................................................................
আকাশে কৃষ্ণতিল চাষ হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে
নিম্নে গঙ্গা বহতা তারই আশায় এগিয়ে চলেছে
এই কৃষ্ণতিল এমিবার মতো একত্রিত আত্মলীন হবে,
সমুদ্রগর্ভে। আমি খুঁজি সরোজ দত্তের ছিন্নমস্তার কথা।
বহু বিপ্লবী যাদের কৃষ্ণতিল আকাশগঙ্গার চিলের ডানার
মতো বিস্তৃত ও বিস্মৃত হয়ে আছে। তবু এগ্রহে কৃষ্ণপক্ষ
থাকবে। মানুষ যদিও আত্মবিস্মৃতির দাস, তবু যন্ত্রণার
এই লোহিত সাগরে মন্থন করে কালসর্প খুঁজে ফিরি বারোমাস
উদ্বৃত্ব লঘুমস্তিস্ক, বসন্তের সন্ধ্যায় গাছ থেকে থেঁতলে হৃদয়
আমার শিরা উপশিরায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ঢাকা পড়ে যায়
অজান্তেই গুলিরা পরস্পর একত্রিত, আমার বন্দুক অন্ত্বসত্তা হয়।

সন্দীপ চক্রবর্তী
কলকাতা
১১-৮-২০১৬

 



Comments

Popular posts from this blog

Looking at the hat

Ludvik

Memory of Yangzi