দিগন্তরেখা

 


দিগন্তরেখা
==========================

আবার পঁচিশ বছর পরে
দেখা দিলো দিগন্তরেখা
পৃথিবীর ত্বকে সুঁচের মতন
বিধবা স্কাইস্ক্রাপারের ওপরে
আবার পঁচিশ বছর পরে
দেখা দিলো দিগন্তরেখা
যেটুকু সিগারেট জ্বলে পুড়ে
হৃদয়ের ভ্রষ্ট খাঁচায়
চিলের আকাশটুকু আমাকে বাঁচায়
তোমার নীরব হাহাকার এখনো ভাবায়
আবার পঁচিশ বছর পরে
তুমি কথা বলে গেলে
মাথায় ফিনফিনে দিগন্তরেখায়।

সন্দীপ চক্রবর্তী
কলকাতা
২৪-৮-২০১৬

(চিত্রসূত্র: এম.সি. এশার)

Comments

Popular posts from this blog

Ludvik

Memory of Yangzi