বিয়াস কে আমি ভালোবাসতাম
আজ বিয়াসকে নিয়ে সারা দুপুর
আমি সাইকেল চালিয়ে নিয়ে গেছি
কুড়ি বছর আগের মতো ।
আমার ভেতরে কার্ল মার্ক্স ভেবে যায়
এত বছর বাদেও তার রঙ পাল্টায়নি
আমি আর ধানক্ষেতে যাবো না
এই সত্যকে এতদিন আগলে রেখেছিলাম
আজ আলের ধারে জড়পিন্ড দেহ জড়িয়ে ধরে
আমি এক অদ্ভুৎ সুখ পেয়েছি
আকাশজুড়ে তখন মার্ক শাগালের প্রেমিকারা
আমার সাইকেলে চড়ে চলে যাচ্ছে
চারপাশ গোধূলীর রঙে মাখা।
কাল চার্বাক জিজ্ঞেস করবে
নীলপাহাড়ের মতো চেতনার
কোনো রঙ আছে কি না।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২/৪/২০২৪
Comments