আকাশের দিকে চিঠি লিখতে গিয়ে
সেই চিঠি গিয়ে পড়লো মোদির কাছে
এর পরেও নির্লজ্জের মতো
লাল কেল্লা থেকে দেবে বক্তৃতা
মুসলিম রাষ্ট্রের মতো রামরাজ্য তৈরী হয়েছে
এ কোন ভারতবর্ষ নির্মিত হচ্ছে
মনে পরে যায় স্তালিনকে কবরে পুঁতে দিচ্ছে ক্রুশ্চেভ, ব্রেজনেভ
দাড়াও পথিকবর
জন্ম যদি তব ভারতবর্ষে , একটু দাঁড়িয়ে দেখো
তোমার স্বপ্নের চিঠিগুলো টয়লেট পেপারের মতো
ব্যবহার করা হচ্ছে
আমি ছুটে ছুটে যাচ্ছি শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের কাছে
আমি যাচ্ছি ট্রটস্কির কাছে, মহামতি লেনিনের কাছে, মাওয়ের কাছে
আমার বন্দুকে ভোরে দাও গুলি
আমি এর প্রতিশোধ নেবো।
ধর্ষিতা আমার প্রিয়তমা দেশ
ধর্ষিতা ভারত মাতা
কোথায় যাচ্ছি আমরা?
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
২৮/১/২০২৪
Comments