টুকরো টুকরো কথা
একটি শিশুহত্যা হল
শুধু সে রুটি চুরি করেছিল
খুনির দল একে একে
কারন তাদের সবার ছেলেমেয়ে আছে
ভরপেট না খেয়েও তারা রাজকর দিচ্ছে
শিশুটি কি দোষ করল?
রাস্তা দিয়ে পিপড়ের মত মিছিল মানুষ
পিটিয়ে মারার সময় কেন এত চোখ বুজে?
কোথায় তার অস্তিত্বের সংকট
কোথায় তার সমষ্টির সংকট
কখন সে খুনি জল্লাদ
কখন সে বুক চাপরে বরবাদ
আমি দেখি মানুষ বেঁটে, আরও বেঁটে হয়
রাষ্ট্রের সামনে প্রতিদিন, প্রতিনিয়ত
এও দেখি সে কিং কং হয়ে
কংসলীলা দেখিয়ে বেড়াচ্ছে
শুধু সুযোগের আপেক্ষায়
রাষ্ট্রের অপরাধ হলে মানবিকতা মেনে
মৌনমিছিল বেরিয়েও রাষ্ট্রের চৌকাঠের
এক ক্রোশ দূরে থেমে যায়
পাঠক, ভাবুন মানুষ কতটা হেটেরো স্যাপিএন্স হতে পারে
এর সাথে এটাও ভাবুন
এই মানুষেরা গণতন্ত্র করে কাকে আনতে পারে
আরও বেশি করে ভাবুন
একটা বাচ্চা মরে গেলে রাষ্ট্রের কি ছেঁড়া যায়।
আর গণতন্ত্র যা কিনা একটি পলিটিকাল ব্যান্ডপার্টি
তার কোন কোন জায়গা চুলকে ওঠে।
সন্দীপ চক্রবর্তী
কলকাতা
২২/৭/২০১৬
Comments