কত তাবড় তাবড় চলে গেলো
দেওয়ালে টিকটিকিটাও বলে গেলো
পৃথিবীর ভারকেন্দ্র গড়িয়ে গেলো
ডানদিক আরো স্ফীত হলো।
আর আমার কোনো নেই অভিযোগ
আকাশে রামধনু শুধু যোগ ও বিয়োগ
টোনাটুনির আলো নিয়ে খেলছে জোনাকি
সুসানের হাত ধরে আমি শুয়ে থাকি
ভাবতরঙ্গে চোখের জলে দুলে চলে আলো
অদ্ভুত এই বীজগণিত আকাশভরা কালো
জীবনে এই প্রথম অদ্ভুৎ লজ্জা এলো
এ জীবনে উষ্ণতর যা কিছু ছিল
স্লোগানে স্লোগানে চীল ডানা ঝাপটালো
স্টেনসিল দিয়ে আঁকা যত রেড বুক
আজীবনের ছবি থাকলো লাল টুকটুক
নীল নয়নের কোণে মাঠঘাট পেরিয়ে
আহ্বান চলে যায় ভরা ডুব দিয়ে
কবিতার গ্রাম দিয়ে শহর কে ঘেরো
বাণপ্রস্থের পথে আঃ কি গেরো
তবু মাঝিমাল্লা লাল সমুদ্র পেরিয়ে যায়
ধীরে ধীরে নেশা ভাঙে খালাসিটোলায়
কবিতার বই হাতড়ে আমি পদ্য খুঁজি
এই বেশ ভালো লাগে সারপ্লাস পুঁজি
চারিদিকে গর্জায় হল্ট, ফায়ার
প্রেমহীন নদী পথে আসবে জোয়ার
তুমি আসবে বলে চঞ্চল রিভারবেড
গান শুনিয়ে যায় সেই চেনা কমরেড।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
১৭/৭/২০২৩
Comments