বুকের ভেতরে
বুকের ভেতরে আছে
তোমরা টের পাও পাছে
ফোঁটা ফোঁটা ক্ষরণ
একা একা চিলের ছটফটানি
শরীরের ভেতরে জুড়িয়ে বায়ু
নিজেই নিজেকে বরণ
যেন চিরদিনের জমানো পরমায়ু
একটু একটু করে সঞ্চয়
আর বেহিসেবি জীবনে ক্ষয়
আমরণ
তরুমূলে যত প্রেম
সব দশ বাই দশ ফ্রেম
এখানে আনন্দ মানে মহাকাশে
এখানে গতি মানে চিদাকাশে
ধীরে ধীরে সুধাসিন্ধু তীরে
উন্নীত মুক্ত প্রাণ হৃদয়ের গভীরে।
তোমরা টের পাও পাছে
ফোঁটা ফোঁটা ক্ষরণ
একা একা চিলের ছটফটানি
শরীরের ভেতরে জুড়িয়ে বায়ু
নিজেই নিজেকে বরণ
যেন চিরদিনের জমানো পরমায়ু
একটু একটু করে সঞ্চয়
আর বেহিসেবি জীবনে ক্ষয়
আমরণ
তরুমূলে যত প্রেম
সব দশ বাই দশ ফ্রেম
এখানে আনন্দ মানে মহাকাশে
এখানে গতি মানে চিদাকাশে
ধীরে ধীরে সুধাসিন্ধু তীরে
উন্নীত মুক্ত প্রাণ হৃদয়ের গভীরে।
সন্দীপ চক্রবর্তী
৩০-১০-২০২০, শ্রীরামপুর
Comments