Posts

Showing posts from October, 2020

বুকের ভেতরে

 বুকের ভেতরে আছে  তোমরা টের পাও পাছে  ফোঁটা ফোঁটা ক্ষরণ  একা একা চিলের ছটফটানি  শরীরের ভেতরে জুড়িয়ে বায়ু  নিজেই নিজেকে বরণ  যেন চিরদিনের জমানো পরমায়ু  একটু একটু করে সঞ্চয়  আর বেহিসেবি জীবনে ক্ষয়  আমরণ  তরুমূলে যত প্রেম  সব দশ বাই দশ ফ্রেম  এখানে আনন্দ মানে মহাকাশে  এখানে গতি মানে চিদাকাশে  ধীরে ধীরে সুধাসিন্ধু তীরে  উন্নীত মুক্ত প্রাণ হৃদয়ের গভীরে। সন্দীপ চক্রবর্তী  ৩০-১০-২০২০, শ্রীরামপুর 

শুধু প্রেম ও অপ্রেম নয়

 শুধু প্রেম ও অপ্রেম নয় ------------------------------------------------ শুধু প্রেম ও অপ্রেম নয়  ভালোবাসি আকাশের প্রতিটি রেনুকায়  ভাবাবিষ্ট সাঁতরে চরণ ছুঁয়ে যায়  বুকের ওপর ঝরে এই ধূসর ডাঙায়  জগতে সেই কবিতার জয়  যা কোমল হতে হতে ক্ষয়- প্রাপ্ত রগে রগে দলছুটের ন্যায়  নিশান নিয়ে দিনের ওপারে বদলায়  এখানে আমার নিঃশ্বাস পরে থাকে  আবার যদি দেখা হয় বিশ্বাসের ডাকে  আজ থেকে কত দূরে নীরবতার গোধূলিবেলায়  যেসব প্রশ্ন লেখা হয়ে মাথার ভেতরে হেলাফেলায়  হারিয়ে যায়, একটি ঘড়ির গলিত অবস্থার  গিরগিটির মতো এক ব্যবস্থার  সৃষ্টি করে  আমি দেখি শিয়রে শিয়রে  একদিন এই পথভ্রষ্টতা জমাটবদ্ধ কবরে  কে রেখে যায় শব্দহীন, বর্ণহীন গহ্বরে  তোমার ও আমার বেঁচে থাকার স্পর্ধারে  সীমাহীন প্রেমের, অপ্রেমের পরে  যে রাস্তা হারিয়ে যেতে যেতে বলে দেয়  স্নায়ুর মজ্জার গভীরে তোমার আমার  ইন্দ্রজাল এখনো পশমের ভেতরের  বুনন এখনো সমাপ্ত হয়নি এখনো সমাপ্তিহীন চিরতরুণ পরিসরে  কোনো পরিচিত ষষ্ঠেন্দ্রিয় ডেকে ডেকে ...