Posts

Showing posts from 2017

Thank you night

Image
Thank you night ---------------------------- Thank you night For your light and my might Seeming true Doves won't sail 'Cause sky's fall Standing tall, but homesick blue. Thank you night Sky's delight So many rockets In your pockets Coming through To me and blue. Thank you night and torn twilight the handcuffs are tight Let me go bright and read the fight But, thank you night There's no flight Only crows Let this grow In broad daylight. Sandip Chakraborty Kasba, Kolkata 14-11-2016 (Painting by Vladimir Kush)

কবি সরোজ দত্ত স্মরণে

Image
কবি সরোজ দত্ত স্মরণে  ----------------------------------------------------------------------- [১] আমার লেখায় পাবে পোড়া চিতাকাঠ আমার লেখায় আছে ডোমেদের মদ আমার লেখায় পাবে তরঙ্গের চূর্ণপাঠ আমার লেখার শব্দে লালা ফেলে লকলকে শ্বাপদ। [২] আজন্ম চিতাভস্ম মেখে ধূমায়িত আমি ত্রাতা সুখে মজে গণিকালয়ে, চিরপিপাসু ভূমি মাতে সাদাবাজারে আর কালোবাজারের কৃমি মিটার বদলে গিয়ে চতুস্পদ থেবড়িয়ে মানবজমি। [৩] আলোক, নক্ষত্র দেহ শুষে নেয় অগ্নিকুম্ভে শিখা মগজনাশকারী বিদ্যা জানালার পাশে বৃহৎ হরফে লেখা যদিও জানেনা ওরা ফুটো নৌকোযাত্রী, ত্রিনয়নে সবার গণিকা ভস্মের কাষ্ঠখন্ডটি মানুষের নিরেট কপালে টেনে গেছে মহাকালরেখা। [৪] ভ্রুকুঞ্চিত পাণ্ডুলিপিপাঠ মধ্যবিত্তের দেখা শতহস্ত ময়দানে জোর করে পরিচিত ছবি খামচে খামচে পচে রাজনীতির পরিচিত হবি ওরা কি ভুলে গেছে শ্মশানে গচ্ছিত তামস হৃদয়রেখা? সন্দীপ চক্রবর্তী কসবা, কলকাতা ৩০-১১-২০১৬ (চিত্রসূত্র: পল ক্লী)