সারা রাত তিমিরবরণ হয়ে থাকে
মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলেও
স্বপ্ন, অনুভূতিগুলো জ্বলে যায় না।
ঘুরেফিরে ছাইয়ের মতো মাটিতে এসে পড়ে
আমার ভেতরে অনেক মেঘ জমে আছে
ক্রমে ক্রমে যোগ হয়ে যায়
আমি তাদের শরীরের স্বাদ পাই
খাঁচার ভেতরে অদৃশ্য ইমারত
তারা আমার শরীরটাকে পেঁচিয়ে ধরে
মন্ত্রমুগ্ধ আমি খাচাটাকে সম্বল করে
ইথারের তরঙ্গে ফেননিভ ভাসতে থাকি
শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুরু সুধারি
অক্সিজেন চলাচল করে
এই জন্মের লোহিত কণিকারা দৌড়ায়
পঞ্চভূতের এই জাল আমাকে ছেঁকে নেয়
সঠিক মাত্রায় ফোটানোর পরে
যেমন চায়ের গন্ধ নাকে আসে।
সন্দীপ চক্রবর্তী
শ্রীরামপুর
৭/২/২০২৪
Comments